ইস্টবেঙ্গলের কোচ ফওলারের কপালে চিন্তার ভাঁজ। গোলকিপার শঙ্কর আগের ম্যাচে চোট পেয়েছেন। তবে চোট গুরুতর নয়। আগামী ম্যাচে খেলতে পারবেন না। এক সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছে তাঁকে। তিন ম্যাচ হারার পর আগের ম্যাচে ১০ জনে খেলে ড্র করার পর খেলোয়াড়দের মনবল অনেক চাঙ্গা হয়েছে। তবে গোল করতে না পারাই এখন কোচের মাথাব্যাথা।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...