দুই দলই পাসিং ফুটবল খেলতে ভালোবাসে। প্রচুর পাস ও খেলে নিজেদের মধ্যে।খাতায় কলমে মুম্বই সবচেয়ে সেরা দল। তবে ম্যাচ দেখে ফওলার টিম তৈরী করেন। আগের ম্যাচের থেকে দলে পরিবর্তন করা হবে। সোমবারও ফওলার অনুশীলন করিয়েছেন। জেজে আজ খেলতে পারেন।তবে পুরো ম্যাচ খেলবেন কি না ঠিক নেই। কারণ তিনি পুরো ফিট নন। বলবন্ত ও ছন্দে নেই। ফওলার বলেন মুম্বই খুব ভাল দল তবে তিনি তাদের ছন্দ অনুযায়ী খেলতে দেবেন না।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...