ডার্বির আগে খেলোয়াড়রা যাতে চাপে না পড়ে তার জন্য আজ ফওলার অনুশীলন রাখেন নি। পুরো দিন ছুটি দিয়েছেন। এমনকি ফুটবল নিয়ে আলোচনাও করেননি কোচ।সবাই আনন্দে স্নুকার,টেবিল টেনিস খেলে সারাদিন কাটিয়েছেন। কোচ মনে হয় ডার্বির মেজাজটা ধরতে পেরেছেন। খেলোয়াড়দের তেল মশলা ছাড়া হালকা খাবার পরিবেশন করা হচ্ছে। হোটেলে কোন কিছু করার ব্যাপারে কোন বাধা নিষেধ নেই।তবে বাড়ির লোক ছাড়া সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...