আর কয়েকদিনের মধ্যেই এসসি ইস্টবেঙ্গলের ২৬ জনের দল বাছবেন রবি ফাওলার।তার পরেই ঠিক হবে অধিনায়কের নাম বিনিয়োগকারী সংস্থা জানাচ্ছে অধিনায়ক নিয়ে কোন কথা বলেননি কোচ। একজনকে পুরো লীগের জন্য অধিনায়ক করতে পারেন আবার প্রতি ম্যাচের জন্য আলাদা অধিনায়ক ও ঠিক করতে পারেন। তবে দ্বিতীয়টা হলে ফুটবলারদের মধ্যে বাড়তি তাগিদ থাকবে ভালো খেলার। আগামী ২০ শে নভেম্বর জামশেদপুরের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার কথা ইস্টবেঙ্গলের।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...