এটিকে মোহনবাগান শুক্রবার হায়দরাবাদের সঙ্গে ১-১ ড্র করল। প্রথমার্ধে খেলা গোলশূন্য ছিল। ৫৪ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে দুজনকে পরাস্ত করে গোল করেন মানবীর সিংহ । কিন্তু ১০ মিনিটের মধ্যেই হায়দরাবাদ গোল শোধ করে দেয়। নিখিল পূজারীকে বক্সে ফাউল করেন মনবীর।পেনাল্টি থেকে গোল শোধ করেন ভিক্টর। আজ হায়দরাবাদের সান্তনা ও লুইস খেলেননি। সুব্রত পাল ও অনেক গোল বাঁচিয়েছে। মোহনবাগানের ৫ ম্যাচে ১০ পয়েন্ট।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...