এই মরসুমে পর পর প্রথম তিন ম্যাচ জিতলেও পরের ম্যাচ দুটি জিততে পারেনি মোহনবাগান। চতুর্থ ম্যাচে তাদের হারায় জামশেদপুর ও পঞ্চম ম্যাচে তারা ড্র করে হায়দরাবাদের সঙ্গে। শেষ ম্যাচে মনবীর গোল করে দলকে এগিয়ে দিলেও তার ভুলেই হায়দরাবাদ পেনাল্টি পায় এবং গোল শোধ করে। তবুও হাবাস মনবীরের পাশেই আছেন। তবে তিরি ও জাভির চোট নিয়ে হাবাস চিন্তায় পড়েছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...