গতকাল ব্রিগেডে বামফ্রন্ট, কংগ্রেস ও আই এস এফের ডাকা যৌথ ব্রিগেড সমাবেশ অতীতের রেকর্ড জনসংখ্যার নিরিখে ছাড়িয়ে গেলো, কিন্তু চোখে পড়লো যখন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যখন বক্তব্য রাখছিলেন তখন মঞ্চে প্রবেশকরেন আব্বাস সিদ্দিকী ,মোহাম্মদ সেলিম তাকে ভাষণ স্থগিত রাখার জন্য অনুরোধ করেন ।যা মেনে নিতে পারেনি অধীর চৌধুরী তিনিবক্তব্য বন্ধ করে নেমে আসার চেষ্টা করলে বিমান বসু আবার তাকে বুঝিয়ে পোডিয়ামে ফেরত পাঠান ।যতদূর বোঝা যাচ্ছে বামেদের সাথে|আই এস এফের রফা হয়ে গেলেও কংগ্রেসের সাথে আসন সমঝোতা এখনো হয়নি ।কংগ্রেস কে প্রচ্ছন্ন হুঁশিয়ারি ও দিয়েছেন আব্বাস সিদ্দিকী ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...