খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতার লাহা পরিবারের দূর্গা পূজাটি প্রায় ২০০ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় । এটি কলকাতা শহরের দুটি পৃথক স্থানে তাদের পরিবারের সদস্য দ্বারা পুজো অনুষ্ঠিত হয় ।এইখানে প্রতিমাটিতে হর গৌরী বলা হয় যেইখানে দূর্গা -মা দূর্গা চোখ বন্ধ করে শিবের উপরে বসে থাকেন ।লাহা পরিবারের সদস্যরা অষ্ট ধাতুর প্রতিমা নিয়ে এসে পুজো করে এদের বিশেষ বৈশিষ্ট হলো এরা প্রায় ২০ টি বাড়ির তৈরি মিষ্টি সাজিয়ে রাখেন দর্শক দের আকৃষ্ট করার জন্য । ঠিকানা ২/এ বিধান সরণি এবং ৫০এ কৈলাশ বোস স্ট্রিট ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...