খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কুচবিহার জেলাতে পশ্চিমবঙ্গ বিধানসভার নয়টি আসন ছড়িয়ে আছে ।বিধানসভার ১ নম্বর আসনটি হচ্ছে মেখলি গুঞ্জ জেটিতে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস ।জয়ী প্রার্থীর নাম অর্ঘ্যরায় প্রধান ।দুই নম্বর আসনটি হলো মাথা ভাঙা জয়ী প্রার্থীর নাম বিনয় কৃষ্ণ বর্মন (টিএমসি )।তিন নম্বর আসনটি হলো কোচবিহার উত্তর বিজয়ী প্রার্থীর নাম হলো নগেন্দ্রনাথ রায় যিনি হলেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ।চার নম্বর আসনটি হলো কুচবিহার দক্ষিণ জিতেছিলেন মিহির গোস্বামী টিএমসির হয়ে ।পরে ২০২০ সালের নভেম্বরে তিনি বিজেপিতে যোগদান করেন ।পাঁচ নম্বর আসনটির নাম শীতল কুঁচি জয়ী প্রার্থীর নাম হিতেন বর্মন পার্টি টিএমসি । ছয় নম্বর আসনটির নাম হলো সিতাই জয়ী প্রার্থীর নাম জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া পার্টির নাম টিএমসি । সাত নম্বর সিট্ টি হলো দিনহাটা বিজয়ী প্রার্থীর নাম উদয়ন গুহা (টিএম সি )।আট নম্বর আসনটি নাটাবাড়ি বিজয়ী প্রার্থীর নাম রবীন্দ্র নাথ ঘোষ (টিএমসি )।নয় নম্বর আসনটি হলো তুফান গঞ্জ জয়ী প্রার্থীর নাম ফজল করিম মিঞা (টিএমসি )।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...