খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জলপাইগুড়ির ১৫ নম্বর আসনটি হলো ধূপগুড়ি বিধানসভা জয়ী প্রার্থীর নাম মিতালি রায় (টিএমসি ) ।১৬ নম্বর আসনটির নাম ময়নাগুড়ি জয়ী প্রার্থীর নাম অনন্ত দেব অধিকারী (টিএমসি ) ১৭ নম্বর আসনটি জলপাইগুড়ি জয়ী প্রার্থীর নাম সুখবিলাশ বর্মা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধি ।১৮ নম্বর আসনটি হলো রাজগঞ্জ জয়ী প্রার্থীর নাম খগেশ্বর রায় টিএমসি ১৯ নম্বর আসনটির নাম ডাব গ্রাম ফুলবাড়ী জয়ী প্রার্থী গৌতম দেব (টিএমসি )।২০ নম্বর আসনটির নাম মাল জয়ী প্রার্থীর নাম বুলু চিক বারেক (টিএমসি)। ২১ নম্বর আসনটি হলো নাগরাকাটা বিজয়ী প্রার্থী হলো শুক্র মুন্ডা (বিজেপি) যিনি ২০২০ সালের ডিসেম্বর মাসে বিজেপি তে যোগদান করেছেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...