বসন্ত পঞ্চমীর আরেক নাম সরস্বতী পূজা। এই উৎসবের মধ্য দিয়ে বসন্তের আগমনের সূচনা হয়। এই উৎসবের ৪০ দিন পর হোলি উৎসব উদযাপিত হয়।] ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই উৎসব পালিত হয়ে থাকে। বসন্ত পঞ্চমী বসন্ত কালকে স্বাগত জানায়। এই উপলক্ষ্যে সমস্ত মানুষ হলুদ বা বাসন্তী রঙের জামাকাপড় পড়ে থাকে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...