মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্তপঞ্চমী বা সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম দিকে এই দিনটি আসে। ছয় ঋতুর মধ্যে বসন্ত শ্রেষ্ঠ ঋতু। তাই এই ঋতু কে ঋতুরাজ বসন্ত বলা হয়। প্রধানত ভারতের হিন্দুরা ও নেপালে এই উৎসব পালন করা হয়। শিখ ধর্মের লোকেরাও এই উৎসব পালন করে থাকে। দক্ষিণ ভারতে এই দিনটি শ্রী পঞ্চমী নামে খ্যাত।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...