আবার রেফারীর ভুলের শিকার ইস্ট বেঙ্গল। আগের ম্যাচে দুটি পেনাল্টি দেয় নি রেফারী সন্তোষকুমার। এবারে রাহুল গুপ্ত অকারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লিংডোকে মাঠ থেকে বার করে দেন। কিন্তু তাও ইস্টবেঙ্গল ১০ জনে ৬৫ মিনিট খেলে ম্যাচ ড্র করে দিল এবং ১ পয়েন্ট ঘরে তুলল। আজ জেজে খেললেও ভাল কিছু হয় নি। ইস্টবেঙ্গলের ডিফেন্স অসাধারণ খেলেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...