আগামী উৎসব মরসুমে ক্রেতারা গাড়ি কিনবেন এই আশায় পাইকারি বাজারে গাড়ি বিক্রি বাড়ল। পাইকারি বাজার অর্থ যেখানে গাড়ি নির্মাতাদের কাছ থেকে ডিলাররা গাড়ি কেনে শো রুমে বিক্রি করার জন্য। গত মাসের থেকে এমাসে গাড়ি কেনার পরিমান ৪.৬% বেশি। দু চাকার গাড়ি বিক্রি বাড়লেও তিন চাকার গাড়ি বিক্রি কমেছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভবিষ্যতে পথ দেখাবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...