সোমবার কৃষক আন্দোলনে নেতারা সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা অবধি অনশন করলেন। তাঁদের সমর্থনে দিল্লির মুখ্যমন্ত্রী ও অনশন করেন। দিল্লির সঙ্গে যুক্ত আগ্রা ,মীরাট ও জয়পুরের হাইওয়ে কৃষকেরা অবরোধ করেন। অনেক রাজ্যে বিজেপির দপ্তর ও জেলাশাসকের কার্যালয় ঘেরাও করা হয়। কেন্দ্র আইন প্রত্যাহার না করলে আন্দোলন আরো জোরদার করা হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...