ফায়ার লাইসেন্স ছাড়াই চলছে ইসলামপুর হাসপাতাল। আট বছর আগে এই হাসপাতালে আগুন লেগেছিল। হাসপাতাল চত্বর থেকে নেতা মন্ত্রীরা বস্তি সরানোর আশ্বাস দিলেও আজ অবধি তা হয়নি । সুপার বলেন লাইসেন্সের আবেদন করা আছে। তবে পরিকাঠামো ঠিক না থাকায় ছাড়পত্র আসেনি। দমকল আধিকারিক জানান পুরসভা ও হাসপাতালের সঙ্গে শীঘ্রই এ ব্যাপারে আলোচনা হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...