হাতে এখনো টিকা এসে পৌঁছায়নি। কিন্তু কি ভাবে টিকা দেওয়া হবে তার নিয়ম ঠিক করছে কেন্দ্র।প্রথম ধাপে ৩০ কোটি টিকা দেওয়া হবে। স্বাস্থ্য কর্মী ও যাদের বয়স ৫০ এর বেশি এবং যাদের নিৰ্দিষ্ট কিছু অসুখ রয়েছে তাঁরা প্রথম তালিকায় থাকবেন। যাঁরা টিকা নেবেন তাঁরা পরিচয়পত্র দিয়ে নাম নথিভুক্ত করবেন। টিকা দেওয়ার পর ৩০ মিনিট গ্রহীতাকে পর্যবেক্ষণে রাখা হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...