বুধবার মোরঘাট রেঞ্জের বনকর্মীরা টহলদারি করার সময় চারটি সাইকেল বোঝাই গাছের ডাল ও মাছ ধরার ছিপ উদ্ধার করেন। এটি সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় বাইরের লোকের প্রবেশ নিষেধ। কিন্তু কিছু মানুষ গাছের ডাল আনার জন্য বনে ঢুকে যায়। এতে আইন ভাঙা হয় এবং বনে মানুষের জীবনহানির আশংকা থাকে। বনকর্মীরা সাইকেল বাজেয়াপ্ত করলেও আরোহীরা পালিয়ে যায়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...