বানারহাটে শুক্রবার ভোরে দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক মারা যান। নাম লাভপ্রীত সিংহ।তার বাড়ি পাঞ্জাবে। আরেকটি ট্রাকের চালক ও খালাসি দুজনেই আহত হন। আহত দুজন মালবাজারের হাসপাতালে চিকিৎসাধীন। ঘন কুয়াশার জন্য এই দুর্ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে বানারহাট থানার পুলিশ। দুটি ট্রাককেই আটক করা হয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...