মুম্বই হায়দরাবাদ এফ সি কে ২-০ গোলে হারাল।প্রথমার্ধের ৩৮ মিনিটে দারুন গোল করে মুম্বইকে এগিয়ে দেন ভিগনেশ। বিরতিতে খেলার ফল ১-০। বিরতির পর ৫৯ মিনিটে মুম্বাইর হয়ে দ্বিতীয় গোল করেন লা ফান্দে। মুম্বইয়ের ৭ ম্যাচে ১৬ পয়েন্ট হল এবং তারা টেবিলের শীর্ষে আছে। হায়দরাবাদের ৬ ম্যাচে ৯ পয়েন্ট হয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...