আজ মুখোমুখো রয় কৃষ্ণ ও সুনীল ছেত্রী।মোহনবাগান এখনো ৬ ম্যাচ খেলে চারটি জিতেছে ও ১টি ড্র করেছে। হেরেছে মাত্র একটিতে। বেঙ্গালুরু কোন ম্যাচে হারেনি।তারা তিনটি জিতেছে ও তিনটি ড্র করেছে। হাবাস বলেন তাদের লক্ষ্য ভালোভাবে মার্কিং করা ও বিপক্ষকে গোল করতে না দেওয়া। বেঙ্গালুরু কোচ কুদ্রাত বলেন মোহনবাগান সংঘবদ্ধ দল হিসাবে খেলছে এবং রক্ষণ খুব ভাল।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...