চেন্নাইর সঙ্গে খেলার পর ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ফাউলার বলেন প্রথমার্ধে তারা ভাল খেলতে পারেননি। তবে বিরতির পর অনেক ভুল ত্রূটি শুধরে নিয়ে ভাল খেলেছেন। গোল ও হয়েছে। তবে আজকে অনেক সুযোগ তৈরী করেছে তার খেলোয়াড়রা।তিনি বলেন রক্ষণে সমস্যা আছে তবে তিনি কাউকে দায়ী করেননি। স্টেনম্যানের লড়াই করাকে খুব প্রশংসা করেছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...