জামশেদপুরের দু জন ভাল খেললেন। টি পি রেহনেশ ও স্টিভন এজে।গোলরক্ষক রেহনেশ গোল বাঁচালেন আর এজে গোল করে ম্যাচ জেতালেন। বেঙ্গালুরুকে হারিয়ে জামশেদপুর টেবিলের তৃতীয় স্থানে উঠে এল। তাদের পয়েন্ট ৯ ম্যাচে ১৩। বেঙ্গালুরু ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ৭৯ মিনিটে আসাধারন গোল করে এজে দলকে তিন পয়েন্ট এনে দেন। রেহনেশ অনেক গোল বাঁচিয়ে দলের পতন রোধ করেন ও ম্যাচের সেরা হন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...