উত্তরবঙ্গে শীঘ্রই ব্যাটারি চালিত এসি বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। তারা ৬০ টি এ ধরণের বাস চালানোর প্রস্তাব সরকারকে দিয়েছে।বর্তমানে ২৫ টি বাসের জন্য টেন্ডার করা হয়েছে। কলকাতায় এ ধরণের বাস চলছে এবং এই বাস পরিবেশবান্ধব। এই বাসের চাহিদাও আছে। তবে এর জন্য প্রতি রুটে চার্জিং পয়েন্ট করতে হবে। যে কোম্পানি বাসগুলি দেবে তারাই চার্জিং পয়েন্ট তৈরী করে দেবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...