গতকাল বাম কংগ্রেস এবং আইএস এফের সমাবেশে দেখা গেলো একটি বিরলদৃশ্য ।৭ রঙা রামধনু পতাকা নিয়ে মাঠে উপস্থিত ছিলেন সমকামী/রূপান্তবর কামীদের রেইনবো ফ্ল্যাগ হাথে বেশ ভারী সংখ্যা উপস্থিতি ।সিপিএম নেতা মোহাম্মদ সেলিম তার বক্তিতা তে মাঠে তৃতীয় লিঙ্গের উপস্থিতির কথা বলার সাথে সাথে জোর করে তারা নাড়তে থাকলো তাদের ৭ রঙা পতাকা ।২০১৪ সালে সুপ্রিম কোর্টের রায়ের পরে স্বীকৃতি মিলেছে ইদানিং বিজেপির মত দল তাদের পাশে টানার চেষ্টা করে চলেছে ।
রাজ্য
রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা জারি করলো হাওয়া দফতর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে জন্ম নিয়েছে এলটি নিম্নচাপ ।নিম্নচাপ
টি স্থান পরিবর্তন করে উত্তর দিকে সরে গেলে আগামী ৪৮ ঘন্টা তে...