টিকিট না পেয়ে তৃণমূলের একাধিক এমএল এ বিজেপিতে যোগদান করেছেন ।পাশাপাশি টলিউডের অভিনেত্রী ,অভিনেতা ও পরিচালক সহ একাধিক ব্যক্তি কে প্রার্থী করেছে তৃণমূল ।এর পরেই প্রার্থী চয়ন নিয়ে নানা জায়গায় শুরু হয়েছে তৃণমূলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ ।আজকে পুরুলিয়ার সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন ক্ষোভ বিক্ষোভ কে দূরে সরিয়ে রেখে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সবাই একত্রে সামিল হোন ,যারা এখন ও অভিমানে ঘরে বসে আছেন তারা বাইরে আসুন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...