ভোট ঘোষণা হতেই উত্তাপ বাড়ছে বঙ্গের বিভিন্ন জেলাতে শুরু হয়েছে রাজনৈতিক সংঘর্ষ ।আজকে খেজুরির বীরবন্দর এলাকাতে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খেজুরির তৃণমূলের প্রার্থী পার্থ্যপ্রতিম দাশ অভিযোগ করেন বিজেপির কর্মীরা তার গাড়ি ভাংচুর করেছে ,অভিযোগ অস্বীকার করে বিজেপি তাদের পাল্টা দাবি তাদের দিকে ইট পাটকেল ছুড়েছে তৃণমূল কর্মীরা । সংঘর্ষ হয়েছে তৃণমূল বিজেপির মধ্যে নানুরেরও ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...