গত রবিবার রাতে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর অমিত শায়ের সঙ্গে দেখা করে তাদের পছন্দ মত মতুয়া প্রার্থী নেই বলে অভিযোগ করেন ।তার পরেই গতকাল বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করে তাতে দেখা যাচ্ছে গাইঘাটার প্রার্থী হিসাবে রাখা হয়েছে শান্তনুর দাদা সুব্রত ঠাকুর কে এবং বনগাঁ উত্তরে সংরক্ষিত আসনে প্রার্থী করা হয়েছে মতুয়া নেতা অশোক কীর্তনিয়া কে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...