সম্প্রতি জঙ্গলমহলে বিজেপি নেতাদের জনসভাতে সেইভাবে মাঠ ভরছে না যা ঘুম ছুটিয়ে দিয়েছে গেরুয়া শিবিরের ,অপরদিকে মমতার সভাগুলিতে জনসমাবেশ চোখে পরারমত ।শেষ মুহূর্তে জঙ্গলমহলে তৃণমূলী ঝড় রুখতে গেরুয়া শিবির মাঠে নামাতে চলেছে মহাগুরু কেতাদের ট্রাম্প কার্ড হিসাবে ।সালতোড়া ,মানবাজার ও কেশিয়ারি তে মিঠুন চক্রবর্তীর জন সভা রয়েছে আর আগামী তিনদিন জঙ্গলমহলেএকাধিক রোড শো করবেন মিঠুন সঙ্গে গৌতম গম্ভীর ,৩০ সে মার্চ নন্দীগ্রামে সভা করবেন মিঠুন ।
রাজ্য
রাজ্য সরকার শিক্ষকদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিলো
ভারতীয় ন্যায় সংহিতার ধারা তে সরকারি কাজে বাঁধা সম্পত্তি ভাঙ্গচুর ,সরকারি কর্মীদের আটকে রাখা।অনাধিকার প্রবেশ সহ বিভিন্ন ধারা তে ১৭ জন শিক্ষকের বিরুদ্ধে বিধাননগর...