নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আয়কর দফতর সম্প্রতি পান কার্ড পাবার জন্য আবেদন করতে গেলে ,আবেদন কারীকে বাবার নাম বাধ্যতা মূলক নয় বলে জানিয়েছে । এই খসড়া প্রস্তাবে বলা হয়েছে আবেদন কারীর একক মা হলে বাবার নাম উল্লেখ না করলেও চলবে । তবে সেক্ষেত্রে মায়ের নাম উল্লেখ করতে হবে । কার্ডে বাবা অথবা মায়ের মধ্যে কার নাম উল্লেখ করতে হবে সেই সিদ্ধান্ত আবেদন কারীকে নিতে হবে ,এই খসড়া প্রস্তাবের ব্যাপারে সব পক্ষ কে ১৭ সেপ্টেম্বরের মধ্যে আয়কর দফতরে জানাতে হবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...