গতকাল স্ত্রী নিয়তি ও বড় ছেলে ধৃতি প্রসাদ কে নিয়ে ভোট দেওয়ার পরে ছাত্রধর মাহাতো বলেন ২০০৯ সালের পরে এই প্রথম ভোট দিলাম ,ভালো লাগছে ২০১১ সালে জেলে থেকে ভোটে লড়লেও ভোট দিতে পারিনি ।ভোট দেওয়ার পরেই তিনি তার মা কে দেখতে ছোটেন লাল গড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ,মা কে স্বেচ্ছায় ছুটি করিয়ে দিয়ে বাড়ির পথ ধরেন ছত্রধর ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...