গত অর্থবর্ষে (২০২০-২১) সারা দেশে দিনে রেকর্ড পরিমান ৩৭ কিমি রাস্তা তৈরি হয়েসে বলে জানান কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ি ।কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী জানান গত অর্থবর্ষে ১৩,৩৯৪ কিলোমিটার হাইওয়ে তৈরি করেছে দেশের সড়ক ও পরিবহন মন্ত্রক ।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...