নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রতিযোগিতা কমিশন ওয়ালমার্ট কে ফ্লিপকার্ট কেনার অনুমতি দিতেই জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছিল খুচরো ব্যবসায়ীদে জাতীয় সংগঠন সিএআইটি । ওই মামলা তে ওয়ালমার্ট এবং ফ্লিপকার্টের কাছে এনসিএলটি জানতে চাইলো তারা ভারতে ঠিক কি ভাবে ব্যবসা করতে চায় এবং আগামী ২০ সেপ্টেম্বর মধ্যে ওয়ালমার্ট কে এই ব্যাপারে জবাব দিতে বলা হয়েছে এনসিএলটির কাছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...