দলবদলুদের হেড মাস্টার বর্তমান রায়গঞ্জের বিধায়ক কানাইলাল আগারওয়াল গতকাল তৃণমূলের হয়ে রায়গঞ্জ বিধানসভার জন্য তার মনোনয়ন জমা দিলেন ।উল্লেখ্য ২০১৬ সালে বামকংগ্রেস জোট প্রার্থী হয়ে তিনি রায়গঞ্জের বিধায়ক হয়েছিলেন । পরে সুযোগ বুঝে তিনি তৃণমূলে যোগ দেন ।গত লোকসভা নির্বাচনে তিনি রায়গঞ্জে তৃণমূলে প্রার্থী হয়ে ভোটে হেরে যান এইবার তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি যায় করিনা কেন রায়গঞ্জ বাসীর সাথে কথা বলেই করি ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...