মহারাষ্ট্র তে অনেক জায়গায় করোনা ভ্যাকসিনয়ের স্টক কমে এসেছে বলে জানান সেই রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী । তিনি বলেন এমন অনেক জায়গায় আছে সেই রাজ্যে যেইখানে ৩ দিনের বেশি আর টিকাকরণ করা যাবেনা ।তিনি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন দ্রুত মহারাষ্ট্রে ভ্যাকসিন পাঠানোর জন্য ।একটি টিভি চ্যানেলের সাক্ষ্যাৎকারে তিনি বলেন মুম্বাই এবং বৃহৎ মুম্বাইয়ে আগামী তিন দিনের মত টিকা মজুদ আছে ভ্যাকসিনের জন্য ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...