নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যাচ্ছে মুর্শিদাবাদের গরীবপুরে ডোমকলের ভৈরব নদীতে অতিরিক্ত যাত্রী এবং সাইকেল উঠেছিল নৌকাতে মাঝি বারং বার বাঁধা দেয়া সত্ত্বেও যাত্রীরা জোর করে নৌকা চালনাতে এর পর গতকাল সন্ধ্যায় নদী পার থেকে কিছু টা এগোতেই টলমল করে উল্টে যায় নৌকা টি । পুলিশ সূত্রে জানা যায় মহিলা এবং শিশু সহ ৪০ জন যাত্রী ছিলেন গভীর রাত পর্যন্ত ২৭ জনের কোনো খবর পাওয়া যায়নি এবং নৌকাটির হদিস মেলেনি ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...