বর্তমানে করোনা সংক্রমণের দিক দিয়ে ব্রাজিল কে টপকে দ্বিতীয় স্থানে চলে এলো ভারত ।তবে মৃত্যুর তালিকা ব্রাজিল এখনো ১ নম্বরে আছে ।করোনা সংক্রান্ত আন্তর্জাতিক ওয়েবসাইট ,ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী গত বছরের করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে আজকে অব্দি আক্রান্ত হয়েছে ১,৩৫,২৫,৩৬৪ জন ।ব্রাজিলের এই সংখ্যাটি হলো ১,৩৪,৮২,৫৪৩।কিন্তু মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল মারা গিয়েছেন ৩,৫৩,১৩৭। ভারতের মহারাষ্ট্রে একদিনে ৬৩,২৯৪ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গিয়েছে ২৪৯ জন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...