কলকাতা তে দ্বিতীয় করোনা ঢেউয়ের সংক্রমণে তটস্থ কলকাতা হাই কোর্ট ।গতকাল হাই কোর্টের রেজিস্টার জেনারেল এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন ,আগামী শুক্রবার থেকে সব শুনানি হবে ভার্চুয়াল মোড অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ।পরবর্তী নির্দেশিকা জারি করা অব্দি এই ব্যবস্থা চালু থাকবে ।আন্দামান এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ক্ষেত্রেও এই নির্দেশ জারি থাকবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...