করোনা তে আক্রান্ত হয়ে গতকাল মৃত্যু হলো সমসেরগঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসের (৪৬)।রাজ্যে এই প্রথম কোনো প্রার্থীর মৃত্যু হলো করোনা তে ।বাইপাশের পাশে একটি বেসরকারি হাসপাতালে গতকাল ভোরে তার মৃত্যু হয় ।কংগ্রেস প্রার্থীর মৃত্যু তে আগামী ২৬ সে এপ্রিল সামসেরগঞ্জ কেন্দ্রে নির্বাচন বন্ধ রাখা হয়েছে । গতকাল ধুলিয়ানের পুর প্রশাসক তৃণমূল নেতা সুবল সাহার মৃত্যু হয় করোনা তে ।জোড়া মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...