নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা কর্পোরেশনের ৯ নম্বর বোরোর অধীনস্থ ওয়ার্ড গুলিতে বস্তি উন্নয়নের সমস্ত কাজ এখন থেকে দেখা শুনা করবে সংশ্লিট বোরো অফিস তার ফলে কলকাতা পুরসভার বস্তি উন্নয়ন দফতর আর এর দেখভাল করবে না । পুরো কর্তাদের অনুমান বোরো অফিস থেকে বস্তি উন্নয়নের কাজ হলে তা দ্রুত সম্পন্ন হবে তবে প্রাথমিক ভাবে ৯ নম্বর বোরো থেকে এই কাজ শুরু হচ্ছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...