নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ওভালে আজ শুরু হচ্ছে নিয়ম রক্ষার পঞ্চম টেস্ট তবে এই টেস্ট কে আকর্ষণীয় করার উদ্যোগ লেন “রোলিং স্টোন ” ব্যান্ডের প্রধান গায়ক মিক জাগ্গার । তিনি ঘোষণা করেন কোনো ব্যাটসম্যান যদি সেঞ্চুরি করেন অথবা কেউ যদি ৫ উইকেট নেন তাহলে এক ক্রিকেট স্বেচ্ছা সেবী সংস্থা কে ২০ হাজার পাউন্ড দান করবেন তিনি ,ম্যাচের মধ্যে যতবার এই ঘটনা ঘটবে তিনি এই দান করবেন ,হাফ সেঞ্চুরি এবং তিনটি উইকেটের ক্ষেত্রে এর মূল্য অর্ধেক ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...