রাম এবং রাবনের যুদ্ধ

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : ররাম  বনবাসে থাকাকালীন  রাবন ছদ্দবেশে ধারণ করে  তার স্ত্রী কে অপহরণ করে ,লঙ্কা তে  তার রাজ্যের অশোক বোনে  এনে বন্দি করে রাখে ।রামের  দুটি হনুমান এই খবর পেয়ে সূক্ষ্ণ দেহে অশোক বোনে প্রবেশ করে মা সীতার সাথে দেখা করেন তার কাহিনী সব জেনে এসে রাম  কে বর্ণনা করেন ।তার পরে রাম  তার বাহিনী নিয়ে শ্রীলংকা দিকে রওয়ানা দেন ,তাকে প্রভূত সাহায্য করেছিল সুগ্রীব ,জাম্বুবান হনুমান সহ  বানর জাতি ।