গত ২২ সে এপ্রিল ষষ্ট দফার ভোটে বাগদা বিধানসভা কেন্দ্রের রনঘাট পঞ্চায়েতে ৩৫ ও ৩৬ নম্বর বুথে পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের ব্যাপক সংঘর্ষ বাঁধে ,গোলমাল নিয়ন্ত্রণে পুলিশ কে ১০ রাউন্ডের মত গুলি চালাতে হয় । উত্তেজিত জনতার হামলা তে জখম হন ওসি উৎপল সাহা সহ ৫ পুলিশ কর্মী ,পাল্টা বিজেপির অভিযোগ পুলিশের গুলিতে জখম হন তাদের ৬ জনকর্মী , অবস্থা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী কে নামাতে হয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...