রাজ্যের আবহাওয়া দফতর জানিয়েছেন যে আজ শুক্রবার থেকে আগামী রবিবার অব্দি ,রাজ্যের বিভিন্ন জেলাতে দেখা মিলতে পারে কালবৈশাখী ও সঙ্গে বৃষ্টির । আগামী শনি ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বাড়তে পারে ঝড় বৃষ্টির দাপট ।কলকাতা তে আছড়ে পড়তে পারে কালবৈশাখীর ঝড় ।আজ কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে তাপমাত্রা বেশি থাকলেও রাতের দিকে তা কমতে পারে ,।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...