পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বেলগোরিয়া গ্রামে করোনা আক্রান্ত হয়ে এক প্রৌঢ়া বাড়িতেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন ।তার বাড়ির লোকেরা অনেক চেষ্টা চরিত্র করে ঘন্টা ১০ পরে সব বাহি গাড়ি পান । গাড়ির চালক ও তার সহকারী দেহ তুলতে অস্বীকারকরেন ।দাবি করেন ৫০০০ টাকা দিলে তারা দেহ গাড়িতে তুলে দেবে । তার পরে প্রৌঢ়ার স্বামী ও ছেলে পিপি কীট পরে দেহ গাড়িতে তুলে দেনজেলাশাসক খবরটি পেয়ে বলেন আমরা বিষয়টি তদন্ত করে দেখবো ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...