এক সর্বভারতীয় সংবাদ সংস্থা কে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানান আগামী ১৮ জুন ইংল্যান্ডের , ঐতিহাসিক টেস্ট ফাইনাল খেলার জন্য ভারতীয় ক্রিকেটার দের দেশের ২৫ সে মে থেকে থাকতে হবে জৈব সুরক্ষা বলয়ে ৮ দিনের জন্য ।তারপরে সম্ভবত দুই জুন ইংল্যান্ডে পা দিয়ে চলে যেতে হবে নিবৃত বাসে ।নিবৃত বাস কে দুটি পর্বে ভেঙে দেওয়ার কারণ হলো কোহলির নেতৃত্বেভারতীয় ক্রিকেট দল যাতে ইংল্যান্ডে নিভৃতবাসে থেকে অনুশীলন শুরু করতে পারে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...