বিশ্বকাপ এবং এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচ খেলতে যাওয়ার আগে কিছুটা শস্ত্যি পেলো ভারতীয় ফুটবল শিবির ।জানা যাচ্ছে দোহা তে পৌঁছে ১০ দিনের নিভৃতবাসে থাকতে হবেনা সুনীল ছেত্রীদের ।গতকাল প্রীতম কোটালসহ ১৮ জন ফুটবল পৌঁছে গিয়েছে নয়াদিল্লীতে ,জানা যাচ্ছে দিল্লী থেকে ১৯ মে কাতারের উদ্দেশ্যে রওয়ানা দেবে ভারতীয় ফুটবল দল তাদেরআগামী খেলা ৩ জুন কাতার ,৭ জুন বাংলাদেশ , এবং ১৫ জুন আফগানিস্তানের বিরুদ্ধে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...