ভোটের আগে টিকিট না পেয়ে বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক পদ্য শিবিরে গিয়েছিলেন , এই মুহূর্তে তিনি বিজেপি দলের রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য । বিজেপিতে যোগদান করলেও তিনি ভোটের টিকিট পাননি । গতকাল তিনি একটি টুইটবার্তায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া এবং করোনা অতিমারীতে সক্রিয় ভূমিকা নেওয়ার ব্যাপারে ধন্যবাদ জানিয়েছেন ।তিনি রাজ্য সভাপতিকে জানিয়েছেন তিনি আর বিজেপির কোনো পদে থাকতে চান না ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...