খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারত করোনার প্রথম ঢেউয়ের পরে ভেবেছিলো সব কিছু ঠিক হয়ে গিয়েছে ,তাই দ্বিতীয় ঢেউ আসতে সংক্রমণ ও দৈনিক মৃত্যুর হার আকাশ ছুঁয়েছিল ।তাই কেন্দ্রীয় সরকার এইবার তৃতীয় ঢেউ আসার আগেই আনলক নিয়ে প্রস্তুতি সেরে ফেলতে চাইছে ।জানা যাচ্ছে ১ সপ্তাহ ধরে পসিটিভিটি রেট ৫% কম আর মোট জনসংখ্যার ৭০% টিকা করণ এই দুটি জিনিস দেখা হবে ,পাশাপাশি করোনা নিয়ম বিধি পালন করতে হবে এর পরেই জেলা স্তরে আনলকের অনুমতি দেওয়া হবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...