২০১৯ সালের ১০ই মে রেলওয়ে রিত্রুটমেন্ট বোর্ড লোকো পাইলট নিয়োগের পরীক্ষা নিয়েছিল। সারা দেশ ৫ টি স্তরে এই পরীক্ষা হয়। ১০ই মে তৃতীয় স্তরের পরীক্ষার সময় সার্ভারে সমস্যা দেখা দেয়। অনেকেই চতুর্থ ও পঞ্চম স্তরের পরীক্ষা দিতে পারেননি। ২১ শে মে আবার পরীক্ষা নেওয়া হয়। কিন্তু অনেকেই সেই পরীক্ষা পাশ করতে পারেননি। দুদিনের পরীক্ষা মিলিয়ে নম্বর দেওয়া হয়েছে। এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...